• Wed. Apr ১৭, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ঘরে বসে কিভাবে কমুনে’র কাজের জন্য এপয়েন্টমেন্ট নিতে হয়।

Byadilzaman

Oct 21, 2016
কমুনে’র কাজের জন্য এপয়েন্টমেন্ট নিতে হয়

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
ইতালিতে আমাদের প্রায়ই নানা প্রয়োজনে কমুনেতে যেতে হয়।
আর তার জন্য আগে থেকে এপয়েন্টমেন্ট নিয়ে নিতে হয়। যার ফলে আমাদের কাজের মাঝে সময় ব্যায় করে কমুনেতে গিয়ে এপয়েন্টমেন্ট আনতে হয়।
তাই আজ আমরা দেখবো কিভাবে ঘরে বসে বা মোবাইল ব্যাবহার করে এপয়েন্টমেন্ট নেওয়া যায়।
এর জন্য প্রথমে আপনাকে এখানে গিয়ে নিবন্ধন করতে হবে।
নিবন্ধন করার জন্য আপনার এই ফর্মটি পূরণ করতে হবে

ফর্মটি পূরণ করার পর আপানার ইমেইল এ একটি কনফার্ম লিংক পাঠানো হবে।
সেই লিংকটি কনফার্ম করার পর আপনার রেজিস্টাশন কমপ্লিট হবে।

এর পর আপনি আপনার অ্যাকাউন্ট এ লগইন করে আপনার কাজের জন্য নির্দিষ্ট সময়ের জন্য এপয়েন্টমেন্ট নিতে পারবেন।
এছাড়া আপনি অন্য কারো codeci fiscal ব্যাবহার করে তার জন্য এপয়েন্টমেন্ট নিতে পারবেন।
মোবাইল এর জন্য play store এবং app store এ এটি পাওয়া যাবে।

ভিডিও দেখতে চাইলে
কিভাবে রেজিস্টাশন, আক্টিভেশন ও পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় দেখুন এখানে
কিভাবে এপয়েন্টমেন্ট নিতে হয় দেখুন এখানে
সবাই ভাল থাকবেন।

সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...