রফিকুল ইসলাম আকাশ, যুক্তরাষ্ট্র থেকেঃ- আন্তর্জাতিক শিশু উৎসব’ ২০১৬ উপলক্ষ্যে আজ ২৩শে এপ্রিল শনিবার আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির প্রাণকেন্দ্র হার্ডি মিডল স্কুলে বর্ণমালা শিক্ষাঙ্গনের এক প্রানবন্ত দলীয় নৃত্য পরিবেশন করা হয়। বাংলাদেশ দুতাবাসের আমন্ত্রনে একমাত্র বাঙালি সংগঠন হিসাবে বর্ণমালা শিক্ষাঙ্গন অংশগ্রহন করে-বাংলাদেশের শিশুদের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে। আর এই নাচের পরিচালনায় ছিলেন বর্ণমালা শিক্ষাঙ্গনের নৃত্য পরিচালক রোকেয়া জাহান হাসি এবং তার কোরীয়গ্রাফিতে ঈশালের একক নৃত্য, স্মরণী, শ্রাবনী এবং নাজিয়ার দলীয় নৃত্য আগত বিভিন্ন দেশের শত শত অতিথিদের মাঝে এনে দিয়েছিল এক অনন্য অনুভুতি। এরই সাথে বর্ণমালা শিক্ষাঙ্গনের নাচের প্রশিক্ষক মেহেরোজ পারিশার একক নৃত্য এক ভিন্ন মাত্রার আনন্দ এনে দেয়। রাইয়ানের একক গানের সুরের মুর্ছনায় উপস্থিত সকলকে এনে দিয়েছিল প্রানের স্পন্দন।
বাংলাদেশ দুতাবাসের পাশাপাশি বলিভিয়া , শ্রীলংকা , তাজাকিস্থান , চেক প্রজাতন্ত্র ,রাশিয়া সহ অনেক দুতাবাসের বিভিন্ন সংস্কৃতি উপস্থাপন ছিল উল্লেখযোগ্য। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সকল দেশের শিশুদের কে নিয়ে বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলার আয়োজন করা হয়। এবারে আন্তর্জাতিক শিশু উৎসবের আয়োজক হিসাবে তুরস্ক দুতাবাসের আয়োজন ছিল সত্যিই প্রশংসনীয়।
ওয়াশিংটন ডিসির প্রাণকেন্দ্র হার্ডি মিডল স্কুলে আন্তর্জাতিক শিশু উৎসবে বর্ণমালা শিক্ষাঙ্গন
ফ্রি ব্যক্তিগত বিজ্ঞাপন! Anti Radiation Mobile Chip, Made in Japan এর ডিলার বা এজেন্ট প্রয়োজন। এবং ...
লন্ডনে ইতালিয়ান বাংলাদেশীদের বর্ষবরণ বর্ণিল ১৪২৩
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেনে প্রবাসীরা-আমরা বাংলাদেশে শান্তি চাই!!
যুক্তরাষ্ট্র প্রবাসীঃ প্রবাসীদের বিনিয়োগের জন্য বিশেষ সুবিধা দিতে হবে।
বাংলাদেশ সফর করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা
চার হাজার বাংলাদেশী খুব ভালো আছেন নিউজিল্যান্ডে