ইতালির বোলজানো থেকে জাহাঙ্গীর আলম সিকদারঃ ইতালির উত্তর প্রদেশ পাহাড়ঘেরা বোলজানো প্রভিন্সে ১৪-১২-২০১৫ তারিখ সোমবার থেকে ১৮-১২-২০১৫ তারিখ শুক্রবার পর্যন্ত চেন্ত্র ত্রেভি কমিউনিটি সেন্টারে (Centro Trevi) বাংলাদেশ সমিতি ও বোলজানো কমুনের যৌথ আয়োজনে শেষ হল ৫ দিনের “Art Exhibition” চিত্র প্রদর্শনী।
আর্ট কলেজ থেকে পড়াশুনা করে মুফাজ্জল হোসেন মামুন তার মনের মাধুরী মিশিয়ে চিত্রাঙ্কন করা ফ্রেমে বাধাই করে পুরু দেয়ালে এবং ভিডিও করা দেশের প্রাকৃতিক সৌন্দর্যের নিলাভুমি ও হাজার বছরের ইতিহাস দেখিয়ে দেশী বিদেশী দর্শকদের মন কেঁড়ে নিয়েছে চিত্র প্রদর্শনীতে । এতে বাংলাদেশের যে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে তা নিয়ে সত্যি গর্বিত আমরা প্রবাসী বাংলাদেশীরা। বিজয়ের মাসে চিত্র প্রদর্শনী এই মেলার শেষ দিনে প্রথম দিনের মত দর্শকদের উপচেপরা ভির না হলেও আগ্রহ হারায়নি আগত দর্শকরা। বিদেশি দর্শকদের মাঝে প্রবাসে ইতালির বোলজানো বাংলাদেশী কমিউনিটির যে মাতৃপ্রেম তা শিল্পের মাধ্যমে প্রকাশ করাই দেশের প্রতি উদার ভালবাসার এক বহিরপ্রকাশ।
ইতালির বোলজানোতে শেষ হল ৫ দিনের “Art Exhibition” চিত্র প্রদর্শনী।
ইতালির নগরী ভেরোনাতে রাস্তায় যৌন কর্মীদের উপর গুলি ও ভিডিওতে ধারন করে সেই ভিডিও ইতালিয়ানরা
সমগ্র ইতালি জুড়ে চলছে পজেতিভ জীবন যাপনের শ্লোগান নিয়ে রঙ্গিন চশমার এক ভিন্ন রকম উদ্যোগ।
৭০ কেজি হিরোইন নিয়ে ইতালির আনকোনাতে ৪ সন্তান সহ এক কাপল গ্রেগতার! ভিডিও!
যুবক বেকারের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে, ৪০ দশমিক ৬ শতাংশ।
ইতালির বোলজানোতে মাল্টিসেন্স ডিসকভারিতে আফগানিস্থান নিয়ে আলাপ আলোচনা
ইতালির নগরী আরেজ্জোতে বাংলা ভাষা শিক্ষা কার্যক্রম ২০১৪ শুরু আগ্রহীরা যোগাযোগ করুণ