• Sat. Nov ২৩, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালীর ভিসা : ঢাকায় মাফিয়া বিজনেস বন্ধ হবে কি?

ByLesar

Jul 1, 2015

মাঈনুল ইসলাম নাসিম : বাংলাদেশ থেকে যারা বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা নিয়ে ইতালী গমন করেন বা করবেন, তাদের ভিসা সংক্রান্ত সকল দায়দায়িত্ব গুলশান দু্ই নাম্বারের ইতালীয়ান দূতাবাসের, মোটাদাগে এটাই সত্য। কিন্তু ভিসা প্রক্রিয়াজাতকরণের জন্য অফিসিয়ালি নিয়োগপ্রাপ্ত ‘বৈধ দালাল’ এজেন্সি ভিএফএস গ্লোবালের বনানীস্থ রাসেল পার্কে অসংখ্য চিকনদাগে যেভাবে ‘মাফিয়া বিজনেস’ চলছে, তাতে মোটাদাগে এর দায় এড়াবার সুযোগ নেই বাংলাদেশ সরকারেরও। কারণ বছরের পর বছর যারপরনাই ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশেরই আমজনতা, সর্বোপরি প্রবাসী বাংলাদেশীদের পরিবার-পরিজন যাদের রেমিটেন্সে সচল থাকে বাংলাদেশের অর্থনীতির চাকা।

ঢাকার ভিএফএস গ্লোবালের কুকর্ম নিয়ে পত্র-পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে বহুবার। সচিত্র সংবাদ পরিবেশিত হয়েছে বাংলাদেশ ও ইতালী উভয় দেশের টিভি চ্যানেলেও, কিন্তু কানে পানি না যাওয়াতে কাজের কাজ কিছুই হয়নি। ভিএফএস গ্লোবালের মাফিয়া ওয়েবসাইটের মাধ্যমে ‘সো-কল্ড’ অনলাইনে বাধ্যতামূলক অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে ছয়মাস নয়মাস এক বছরের আগে কিছুই পাবেন না যে কেউ। তবে হাঁ, কথা আছে। ইতালীয়ান দূতাবাসের এই ‘বৈধ দালাল’ কোম্পানি ভিএফএস গ্লোবালের মাফিয়া এজেন্টদের অবশ্য পাওয়া যায় পানির মতো সহজেই, যারা পঞ্চাশ-আশি-নব্বই হাজার এমনকি ‘ঠেকা’ অনুপাতে এক-দেড় লাখ টাকায় ধরিয়ে দেয় ‘সোনার হরিণ’ অ্যাপয়েন্টমেন্ট।

এতো গেলো হাই-রেট ক্যাশ পেমেন্টে অ্যাপয়েন্টমেন্ট পাবার প্রাইমারি এপিসোড। ‘হয়রানি’ নামক নাটকের লাস্ট এপিসোড কিন্তু দূর বহুদূর। মাফিয়া এজেন্টদের ফাঁক গলে সৌভাগ্যবশতঃ বা অন্য কোন না কোন ভাবে যদি অ্যাপয়েন্টমেন্টের খাতায় কারো নাম উঠেই যায়, তবে শুরু হবে ভিন্ন আঙ্গিকের অন্য রকম হিসেব নিকেষ। ভুল না থাকলেও জোরপূর্বক ভুল খুঁজে বের করা হবে ফাইলে, তিলকে করা হবে তাল। একদিকে সময় যায় যায়, অন্যদিকে বিশেষ ধরণের ‘ফরমালিন’ দিয়ে বাড়ানো হবে আবেদনকারীর টেনশন। সবমিলিয়ে ভিএফএস গ্লোবালের মাফিয়া এজেন্টদের ‘পৌষমাস’ যেনো ফুরোয় না। হাজার-হাজার পেরিয়ে ক্যাশ-ঘুষ লাখ টাকা গুণবেন যে কেউ, যত সৎই তিনি হোন না কেন। গত ৪-৫ বছর ধরে বাংলাদেশ সরকারের ছত্রছায়াতেই খোদ ঢাকার মাটিতে এভাবে ‘মাফিয়া-পসরা’ সাজিয়ে বসেছে ভিএফএস গ্লোবাল।

‘মাফিয়া-ক্লাইমেক্স’ সবকিছু ঘটে চলেছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে, এই প্রতিবেদককে এমনটা শতভাগ নিশ্চিত করেছেন শতাধিক ভুক্তভোগী। ভিএফএস গ্লোবালের অফিসে ঢুকতে হলে যে কাউকে অভিজ্ঞতা অর্জন করতে হবে কিছুটা নাজিমউদ্দিন রোড বা কাশিমপুর কারাগারে প্রবেশের। মোবাইল রেখে ঢুকতে হবে ভেতরে, লেনদেনের ‘দুই নাম্বারি’ মোবাইলে ধারণ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা শুরুতেই। ভুক্তভোগীরা জানিয়েছেন, ঢাকার প্রশাসনের লোকজন ছাড়াও ভিএফএস গ্লোবালের মাফিয়া বিজনেসের ভাগ-বাটোয়ারার অংশীদার ঢাকাস্থ ইতালীয়ান দূতাবাসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীরাও। অন্যদিকে সেগুনবাগিচাস্থ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয় ভিএফএস গ্লোবাল ইস্যুতে ‘জেগে ঘুমনো’র পরিণতিতে নেক্কারজনক পরিস্থিতি দিনকে দিন আরো নাজুক হচ্ছে।

উল্লেখ্যঃ যারা ভিএফএসে তাদের ফাইল জমা করাতে পারছেন না? তারা আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND)  মোবাইলঃ +৩৯ ৩৪২৭৯৭৩২৮০ (WIND) ইমেইলঃ  info@amiopari.com

ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.

আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *