আপনারা হয়তো জেনে থাকতে পারেনবাজারে চায়না নকল মোবাইলদিয়েছেয়ে গেছে, আমরা অনেকেই ইউরোপ সহ দেশে অনেকের কাছ থেকে পুরাতন মোবাইলকিনে থাকি। কিন্তু অনেক মোবাইলআছে যেগুলো দেখতে একেবারে অরিজিনালএর মত। কিন্তু কপি।তাই অরজিনাল মোবাইল চিনার জন্যআপনি কি করবেন? হে বন্ধুরা এটা একটা গুরুত্তপূর্ণ বিষয়। তবে চিন্তার কিছুই নেই আমিওপারি টিম আপনাদের কাছে এমন কিছু পদ্ধতি তুলে ধরবে? যার মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে জেনে নিতে পাড়বেন!! যে আপনার ক্রয় করতে যাওয়া মোবাইলটি আসল না নকল? তাহলে আসুন জেনে নেই!! কিভাবে কি করবেন?
প্রথমে এইখানে যান IMEI.INFO , তারপরআপনার মোবাইল এ *#06# চাপুন তারপরএকটা কোড (IMEI) পাবেন অথবামোবাইলের প্যাকেটের গায়েও IMEIনাম্বার পাবেন, ওই কোডকপি করে,তারপর IMEI.INFO ওয়েব সাইতে গিয়ে কোড (IMEI) পেস্ট করুন ওcheck নামক লেখাতে ক্লিক করুন তারপর আপনারমোবাইল এর DETAILS পেয়ে যাবেন, যেমনঃকবে বাজারে এসেছে,কোনকোম্পানির মোবাইল সহ আরও অনেক তথ্য।
আর আপনি যদি iPHONE ব্যাবহার করে থাকেন বা ক্রয় করতে চান?
তাহলে এইখানে যান>>> iphoneimei.info এবং সেই একি ভাবে IMEIনাম্বার দিয়ে চেষ্টা করুন, তাহলেই সকল তথ্য পেয়ে যাবেন।
আজ এইখানেই শেষ… বন্ধুরা আপনাদের মনে যদি Android ও iphone সংক্রান্ত কোন প্রশ্ন থাকে বা যেকোনো সমস্যার জন্য আপনারা সরিসরি আমাদের টিম এর সাথে যোগাযোগ করতে পারেন। যেখানে আমিওপারির সাথে জড়িত এই বিষয়ে এক্সপার্টরা আপনার স্মার্ট ফোন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান দিতে পাড়বে। আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND) মোবাইলঃ +৩৯ ৩৪২৭৯৭৩২৮০ (WIND)
ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.
আর যারা আপনাদের ফেসবুকে আমিওপারির প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।