ইতালীতে অবৈধদের বৈধতার অনলাইন আবেন প্রক্রিয়ার শেষ দিন ছিল ১৫ অক্টোবর। ১৫ সেপ্টেম্বর থেকে চলা এই বৈধকরন প্রক্রিয়ায় স্বরাস্ট্রমন্ত্রলায়ের তথ্যানুযায়ী
গতকাল ১৫ অক্টোবর ২০১২ রাত ১২টা পর্যন্ত মোট আবেদন সংখ্যা
মোট আবেদনের সংখ্যা – ১ লাখ ৩৪ হাজার ৫৭৬টি
বাসাবাড়ীর কাজের জন্য আবেদন পড়েছে ১লাখ ১৫ হাজার ৯৬৯টি
অন্যান্য কাজের জন্য জমা পড়েছে ১৮ হাজার ৬০৭টি
শহর অনুযায়ী আবেদনের সংখ্যা
মিলান- ১৯ হাজার ৫৫টি
রোম- ১৩ হাজার ৮১৫টি
নাপোলী- ১১ হাজার ১১১টি
এবারের ঘোষনায় সবার্ধিক আবেদন জমা পড়েছে বাংলাদেশীদের। বাসা-বাড়ীর ডোমেস্টিক কাজের জন্য ১৪ হাজার ৩৫৯জন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজের জন্য ১ হাজার ৪১১টিসহ মোট ১৫ হাজার ৭৭০টি।
এরপরের দেশের কর্মীদের আবেদন সংখ্যা
মরক্কো, ভারত, ইউক্রেন, পাকিস্থান, মিশর, চীন ।
উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ইতালীতে ৩১ শে ডিসেম্বর ২০১১ এর আগে আসা অবৈধ কর্মীদের মালিকগন সরকারী ট্যাক্স ১০০০ ইউরো পরিশোধের মাধ্যমে তার কর্মীর বৈধতার জন্য আবেদন জমা শুরু করেন।
তবে সরকারের নিয়মকানুনের জটিল ধাধায় জমা দিতে পারেননি অনেকেই।
[youtube IDdnixWTG6Y?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]
আমার দেশ বাংলাদেশ। আমি ইতালি ভ্রমন করার খুভ সক। তই আমি ইতালি যেতে ইচ্চুক । আমি কি ইতালি যেতে পারব । আপনারা কেউ কি আমাকে সাহায্য করবেন. আমার মোবাইল নং. 01774095927