প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ শুরুতেই মহান সৃষ্টি কর্তার নাম নিয়ে শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয় ব্লু কার্ড। ইতিমধ্যে প্রায় অনেক দিন ধরেই আমাদের মধ্যে অনেকেই এই ব্লু কার্ড…ব্লু কার্ড কথাটি শুনে আসছেন, এবং আমাদের কাছেও অনেকে এই বিষয় নিয়ে জানতে চেয়েছেন। কিন্তু সত্যি কথা হচ্ছে, আমাদের কাছে প্রতিদিন নানা ধরণের বিষয় নিয়ে আপনাদের ফোন ও মেইল আসে তাই আমরা অনেক কিছু চাইলেও সেই বিষয় নিয়ে লিখতে পারিনা। তবে আমরা চেষ্টা করছি ধীরে ধীরে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার।কাজেই যারা এখনো তাদের প্রশ্নের উত্তর পাচ্ছেন না তাদের কাছে আমরা একান্ত ভাবে ক্ষমা প্রার্থী।
‘‘ব্লু কার্ড ইইউ’’ হল তার পুরো নাম, যার মাধ্যমে উচ্চশিক্ষিত নন ইউরোপিয়ান বিদেশিরা সহজেই ইউরোপীয় ইউনিয়নে কাজ করার ও থাকার সুযোগ পাবেন৷
ইউরোপীয় ইউনিয়ন ২০০৯ সালেই একটি নিয়মাবলী সৃষ্টি করে, যার উদ্দেশ্য ছিল ইইউ বহির্ভূত দেশগুলি থেকে আগত বিশেষ যোগ্যতা সম্পন্ন কর্মীদের ইইউ দেশগুলির নাগরিকদের মতোই কাজ ও বসবাস করার সুযোগ দেওয়া – অথবা এক কথায়, সহজে ভিসা দেওয়া৷[sociallocker]২০১১ সালের জুন মাসের মধ্যে জার্মানিতে সেই নিয়মাবলী চালু হওয়ার কথা ছিল, কিন্তু অভিবাসনের মতো কণ্টকিত বিষয়ে জার্মান সরকার তাড়াহুড়ো করতে চাননি৷ কাজেই ২০১২ সালের ২৭শে এপ্রিল জার্মান সংসদে সেই ‘‘ব্লু কার্ড ইইউ” আইন পাশ হয়৷ তবে তার আগে সরকার জোট ও বিরোধীপক্ষের মধ্যে জোর বিতর্ক চলে এই বিষয় নিয়ে৷ব্লু-কার্ড অনেকটা যুক্তরাষ্ট্রের গ্রিন-কার্ডের অনুকরণে ইউরোপ ব্লু-কার্ডের প্রবর্তন।মানে, এর মাধ্যমে ইউরোপের বাইরের দেশ থেকে আগ্রহীরা তাদের শিক্ষা ও যোগ্যতা অনুযায়ী জার্মানির মতো ইউরোপের দেশ গুলোতে কাজের অনুমতি পাবেন৷
কারা ব্লু-কার্ডের জন্য আবেদন করতে পারবে।
নন ইউরোপীয় দেশ গুলো থেকে যে কেউ এই কার্ড এর জন্য আবেদন করতে পারবে তবে আবেদন কারীকে উচ্চ শিক্ষার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অথবা ৫ বছরের কাজের অভিজ্ঞটা যেমন বন্দর, জাহাজ কোম্পানি ও বিমান চলাচল,পুনর্নবায়নযোগ্য জ্বালানি,লজিস্টিক্স, লাইফ সাইন্স, ইন্টারনেটর (scientists, mathematics, engineers, doctors and IT- skilled workers) মতো ইত্যাদি বিশেষ কাজের উপর অভিজ্ঞতা ও ভালো বেতনে ( €47.600 (3.967 Euros per month)) ইউরোপের কোন দেশে কাজ পেয়েছে সেই কাজের কন্ট্রাক্ট ইত্যাদি বিষয় নিশ্চিত করার পরই আবেদন করতে পারবে। তার মানে একজন সাধারণ ব্যক্তি এই ব্লু-কার্ডের জন্য আবেদন করতে পারবে না।
ব্লু-কার্ডের সুবিধা ও কতদিনের জন্য দেওয়া হয়?
যদি কেউ এই ব্লু-কার্ড পায় তাহলে সে তার পরিবার বর্গ সহ একসাথে ইউরোপের মতো দেশে প্রবেশ করতে পারবে তবে যে দেশের ব্লু-কার্ড পেয়েছে সেই দেশেই প্রথমে প্রবেশ করতে হবে। তার পর সে চাইলে এই ব্লু-কার্ড দিয়ে ইউরোপের অন্যান্য দেশে বিনা ভিসায় যেতে ও কাজ করতে পারবে তবে তাকে ১৮ মাস উক্ত দেশে নিয়মিত কাজ করে যেতে হবে তার পরই সে ইউরোপের অন্যান্য দেশে কাজের জন্য যেতে পারবে, তবে এর মধ্যে চাইলে ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণ করার জন্য যাওয়া যাবে।আর এই ব্লু-কার্ডটি জার্মানিতে সাধারণত ৪ বছরের জন্য দেওয়া হয়। ধরি আপনি জার্মানির ব্লু-কার্ড ধারী এবং আপনি যদি সেই কার্ড দিয়ে নিয়মিত ৩৩ মাস পর্যন্ত কাজ করে যেতে পারেন তাহলে আপনি জার্মান এর পার্মানেন্ট রেসিডেন্স কার্ড এর জন্য আবেদন করতে পারবেন এবং আপনি যদি ভালো জার্মান ভাষায় পারদর্শী মানে জার্মান ভাষার উপর level B1 সার্টিফিকেট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ২১ মাস নিয়মিত কাজ করেই ব্লু-কার্ডকে জার্মানের পার্মানেন্ট রেসিডেন্স এ রুপান্তরিত করার জন্য আবেদন করতে পারবেন।
ইউরোপের কোন কোন দেশে এই ব্লু-কার্ডের জন্য আবেদন করা যাবে?
আসলে ইউরোপিয়ান ইউনিয়ন যখন ব্লু-কার্ড নিয়ে তাদের আইনটি পাশ করায় সেখানে প্রতিটি দেশের সরকারের উপর এই সিদ্ধান্তের ভার ছেড়ে দেওয়া হয়েছে, যে তারা কবে নাগাদ এই ব্লু-কার্ড দেওয়া শুরু করবে কি করবে না। আর করলেও তারা তাদের নিজ নিজ সুবিধা অনুযায়ী এই ব্লু-কার্ড দেওয়া শুরু করতে পারবে। আর এভাবেই বিভিন্ন দেশ তাদের নিজ নিজ সুবিধার উপর ও বিভিন্ন বিষয়ের উপর বিবেচনা করেই এই কার্ড দেওয়া শুরু করে। ইতিমধ্যে ইউরোপের ২৭ টি দেশের ২৪ টি দেশ এই কার্ড দেওয়া শুরু করেছে। শুধু মাত্র Denmark, Ireland and the United Kingdom এই তিনটি দেশ এই কার্ড দেওয়ার ঘোষণা এখনো করেনি বা দিচ্ছে না। বন্ধুরা সময় স্বল্পতার কারনে আরও অনেক কিছুই লেখার ছিল কিন্তু লিখতে পারছিনা। কাজেই আপনাদের মনে যদি এই ব্লু কার্ড নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদের টিম এর সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বিঃদ্রঃ ইতালির সকল পত্রিকার সম্পাদক দের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
আপনারা সকলেই আমিওপারির নিউজ কপি করে আপনাদের পত্রিকায় প্রকাশ করে যাচ্ছেন। এবং আমাদের দেখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী প্রতিটি লেখার শেষে ও শুরুতে আপনারা আমিওপারির লোগো দিয়ে যাচ্ছেন। আর এর জন্য আপনাদের সকল কে আমিওপারির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে। কিন্তু আমাদের টিম সম্প্রতি তাদের একটি আলোচনা সভায় নতুন একটি সিদ্ধান্ত গ্রহন করেছে।এবং আমাদের সিদ্ধান্ত “আমরা চাই আপনারা আমাদের লেখা প্রকাশ করার সাথে সাথে সেখানে একটি বিষয় যোগ করে দিবেন”। আর সেটি হচ্ছে আপনারা যখনি আমিওপারির কোন লেখা কপি করে আপনাদের পত্রিকায় প্রকাশ করবেন। সেখানে দুইটি বিষয় তুলে ধরবেন। ১- আমিওপারির লোগো দিতে হবে ২- নিউজ টির শেষে ঠিক এভাবে লিখতে হবে ( সুত্রঃ www.amiopari.com এরকম আরও গুরুত্বপূর্ণ লেখা পেতে এই সাইট ভিজিট করুন) এখানে ব্রাকেটে যে লেখাটি লেখা হয়েছে আপনারা ঠিক এই লেখাটা আমিওপারিরি নিউজ এর শেষে লিখে দিবেন। যদি আমিওপারির কোন লেখা আপনাদের পত্রিকায় প্রকাশ করতে চান তাহলে। ধন্যবাদ।
যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ। [/sociallocker]
ধন্যবাদ ভই এইকার্ড টি কোথায় দোমান্দা করতে হয় যদি লিংক দিতেন অনেক ভাল হত। ধন্যবাদ।