• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

“নিজের হাতে মিনি-আই.পি.এস” তৈরি করুণ ৪ দিন ব্যাপী হাতে-কলমে প্রশিক্ষন!!

ByLesar

Apr 14, 2014

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ শুরুতেই মহান সৃষ্টি কর্তার নাম নিয়ে শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমরা আজকে আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে হাজির। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পড়ালেখার সাথে সাথে ভালো কিছু করার ইচ্ছে রাখেন তাদের জন্য এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। দেশে এই প্রচণ্ড গরমে মানুষের খুব খারাপ অবস্থা তার মধ্যে আবার ঘন ঘন লোডসেদিং আর তাই বর্তমানে আপনি যদি  কীভাবে নিজের হাতে মিনি-আই.পি.এস বানানো যায় তা শিখে নিতে পারেন তাহলে আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন। এই জ্ঞান কে কাজে লাগিয়ে আপনার ভাল উপার্জন হতে পারে। যাই হোক আমাদের এক ভাই “জাকির হোসেন মাসুদ” তিনি মুলত তার বাসায় ইলেক্ট্রনিক্স এর কাজ শিখিয়ে আসছে প্রায় ৮বছর ধরে এবং একজন অভিজ্ঞ তিনি দেশের বেকার যুবকদের বেকারত্ব দূর করার জন্য তাদের নানা ভাবে বিভিন্ন কাজ শিখিয়ে সাহায্য করে আসছে। সে ঢাকার মিরপুরে ৪ দিনের একটি কোর্স করাতে যাচ্ছেন “নিজের হাতে মিনি-আই.পি.এস” তৈরি করা নিয়ে। নিচে এর বিস্তারিত তথ্য তুলে দেওয়া হল। আমরা মনে করি আপনারা অনেকেই রয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে থাকেন কিন্তু এরকম ভালো ও লাভোবান কিছু শিখার জন্য পর্যাপ্ত তথ্য বা ঠিকানা জানেন না বিধায় অনেক পিছিয়ে আছেন। তাই আমাদের এই তথ্য আপনাদের ভালো কিছু করতে সাহায্য করবে বলে মনে করি। উল্লেখ্য আপনারা যারা প্রবাসে রয়েছেন তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে এরকম কেউ যদি থাকে তাহলে অবশ্যই তাদের এই তথ্য গুলো জানিয়ে সাহায্য করবেন।

ট্রেইনিং সেশনঃ
৪ দিন ব্যাপী হাতে-কলমে প্রশিক্ষন ———
“নিজের হাতে মিনি-আই.পি.এস”।

প্রচন্ড গরমে মিনি- আই.পি.এস আপনার ভাল উপার্জন হতে পারে।
————————–————————–——————–

এই সেশনে যা শিখানো হবে —-
১) বেসিক ইলেক্ট্রনিক্স ,
২) পার্টস পরিচিতি ,
৩) নিজের হাতে পাওয়ার সাপ্লাই তৈরী ,
৪) লিনিয়ার পাওয়ার সাপ্লাই ,
৫) এসএমপিএস পাওয়ার সাপ্লাই পরিচিতি,
৬) ট্রান্সফর্মার, রিলে, আইসি পরিচিতি ও ব্যবহার
৭) অটো-কন্ট্রোল্ড পাওয়ার সাপ্লাই সিস্টেম,
৮) স্মল মোবাইল ডিভাইস চার্জার
৯) ছোট ও বড় ব্যাটারী চার্জার তৈরীর কৌশল
১০) ডিসি ১২ ভোল্ট মিনি আই.পি.এস তৈরি।
১১) মডিফাইড ইনভার্টার দিয়ে AC 220 Volt এর মিনি আই পি এস তৈরী।

প্রশ্নঃ মিনি আই পি এস কি ?
উত্তরঃ ডিসি ১২ ভোল্ট এর ফ্যান, LED লাইট, ব্যাটারী, চার্জিং সেকশন সমন্বয় করে এই মিনি আইপিএস টি তৈরী করা হয়। এতে এসি ২২০ এর দিয়ে চার্জ করা হয়, কিন্তু আউটপুট ডিসি ১২ ভোল্ট। কাভার পেজের ছবিতে বাম পাসের বক্সের উপর একটি ফ্যান, পাশে টেবিল ফ্যান এইগুলো মিনি আইপিএস।

(১০ নং পয়েন্ট এডিট করেদেয়া হল, অনেকেই মিনি আইপিএস সম্পর্কে জানেন না, তাদের জানার জন্য লিখে দেয়া হল। )

এই কোর্সে অনেক কিছু শিখতে পারবেন , ভাল লাগবেই।

বিঃদ্রঃ এই ক্লাসে বড় আইপিএস সম্পর্কে শিখানো হবে না। বড় আই পিএস এর বিকল্প আইপিএস বানানো শিখানো হবে।
————————–————————–
এই সেশনের এডভেন্টেজঃ

১) এই সেশনের শিক্ষার্থী নিজের হাতে যে কোন ডিভাইসের পাওয়ার সাপ্লাই তৈরী করতে পারবেন ।
২) যে কোন চার্জার তৈরি করতে পারবেন ।
৩) ব্যক্তিগত বা বাণিজ্যিক ভাবে মিনি আই.পি.এস তৈরী করতে পারবেন।
৪) প্রচন্ড গরমে মিনি- আই.পি.এস আপনার ভাল উপার্জন হতে পারে।
————————–———————–
বিস্তারিতঃ

১. ট্রেনিং সেশনঃ “নিজের হাতে মিনি-আই.পি.এস”

২. ক্লাসঃ ২৭, ২৮, ২৯, ৩০ এপ্রিল ২০১৪ইং,

৩. ক্লাসের সময়ঃ সকাল ১০টা-১২টা

৪. মোট ক্লাসঃ ৪টি

৫. ট্রেনিং ফীঃ ১৫০০/= টাকা

৬. ট্রেনিং এর ধরনঃ  সম্পুর্ন হাতে কলমে প্র্যাক্টিক্যাল

৭. যোগ্যতাঃ   যে কোন আগ্রহী টেকনিক্যাল/নন-টেকনিক্যাল/ইঞ্জিনিয়ার/সাধারন

৮. ঠিকানাঃ
বাসা নং ৩/৪, ৪নং ডিভিশন
বাংলাদেশ সড়ক গবেষনাগার
টোলারবাগ পানির ট্যাংক এর বিপরীতে
মিরপুর-১, ঢাকা।

বিঃদ্রঃ এটি আমার বাসার এড্রেস । আমি আমার বাসায় গত ৮ বছর ধরে এই ধরনের ট্রেনিং করিয়ে থাকি।

৯. কিভাবে আসবেনঃ
মীরপুর -১ বা চিড়িয়াখানার যে কোন গাড়িতে বাংলা কলেজের পরের স্টপেজ টোলারবাগ পানির ট্যাংক নেমে রাস্তার বিপরীতে পূর্ব দিকে “বাংলাদেশ সড়ক গবেষনাগার” লেখা বড় আকারে দেখতে পাবেন । এই রাস্তায় ভিতরে সামান্য হেটে আসলে বাম দিকে লাল ইটের রাস্তা ধরে চলে আসবেন । পুকুরের বাম দিকে এসে বাসা নং ৩/৪ বললেই যে কেউ দেখিয়ে দিবে।

১০. আসন সীমিত তাই আপনার আসনটি নিশ্চিত করুন।

১১. পেমেন্ট এর নিয়মঃ

আপনি ট্রেনিং সেশনে অংশ নিতে ইচ্ছুক হলে ২৪/০৪/২০১৪ইং তারিখের মধ্যে ডাচ-বাংলা-ব্যাংক মোবাইল একাউন্টে ১৫০০/= টাকা পেমেন্ট করে এইখানে নিচে আপনার ট্রাঞ্জিশন আইডি দিয়ে দিবেন। আমি ভেরিফাই করে কনফার্ম করে দিব। এটা আপনার আর আমার লেনদেনের স্বচ্ছতার জন্য। আমি চাইনা কেউ আমার দুর্নাম করুক। এই সেশনটি মুলত নাম মাত্র ফীতে স্ব-উদ্যোগে করানো হচ্ছে। আসন সীমিত তাই আপনার আসনটি নিশ্চিত করুন।

১২. ডাচ-বাংলা-ব্যাংক মোবাইল একাউন্ট নাম্বারঃ
01794726147-9
MD. JAKIR HOSSAIN MASHUD

১৩. পেমেন্ট এর শেষ তারিখ ২৪/০৪/২০১৪ইং

১৪. মোবাইল নাম্বার সহ মেসেজ দিয়ে কনফার্ম করুন

————————–————————
MD. JAKIR HOSSAIN MASHUD
Mirpur-1, Dhaka
Bangladesh
01948982354

উল্লেখ্য কীভাবে নতুন উদ্যোক্তা হওয়া যায় বা নতুন ব্যবসা করা যায় তা নিয়ে আমিওপারিতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ সব তথ্য যেমনঃ নিজে ব্যবসা করার কথা ভাবছেন? নতুন উদ্যোক্তাদের জন্যে গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার যা আপনার অনেক উপকারে আসবে এই লেখাটি পড়তে এখানে ক্লিক করুণ। 

টি-শার্ট ব্যবসা – কিভাবে শুরু করবেন আর কি কি করতে হবে?এই লেখাটি পড়তে এখানে ক্লিক করুণ। 

ট্রেড লাইসেন্স সংগ্রহ করবেন যেভাবে!!এই লেখাটি পড়তে এখানে ক্লিক করুণ। 

এলসি(লেটার অব ক্রেডিট)করবেন কি ভাবে??এই লেখাটি পড়তে এখানে ক্লিক করুণ। 

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

One thought on ““নিজের হাতে মিনি-আই.পি.এস” তৈরি করুণ ৪ দিন ব্যাপী হাতে-কলমে প্রশিক্ষন!!”
  1. আইপিএস বানানোর একটি ভাল বই পিডিএফ করে পাঠিয়ে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *