১৯৭২ সালে বাংলাদেশের সাথে জার্মানীর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দেশ দুটি অর্থ-সামাজিক উন্নয়নে সহযোগী হয়ে ব্যবসা, শিক্ষা, সংস্কৃতি এবং মানবসম্পদের সদ্ব্যববহার করে দীর্ঘস্থায়ী এবং ফলদায়ক সম্পর্ক স্থাপনে দ্বিপাক্ষিক সহযোগিতার হাত সম্প্রসারিত করেছে। নিচে আপনাদের জন্য জার্মান দূতাবাস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল। প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে।
ঠিকানা এবং অবস্থান
এ্যাম্বেসী অব দি ফেডারেল রিপাবলিক অব জার্মানী
১৭৮, গুলশান এ্যভিনিউ, গুলশান ২, ঢাকা ১২১২।
পোষ্ট বক্স নং: ৬১২৬ (গুলশান পোষ্ট অফিস)
ফোন: +৮৮০-২-৮৮৫৩৫২১
ফ্যাক্স: +৮৮০-২-৮৮৫৩২৬০
ওয়েবসাইট: https://dhaka.diplo.de
অফিস সময়
এ্যাম্বেসীর শাখাসমূহ
- Politics and Foreign Policy Section: এই শাখাটি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাংলাদেশ এবং জার্মানের মধ্যে যোগাযোগ নিয়ে কাজ করে।
- Economy and Trade Section: এই শাখাটি দু দেশের অর্থনৈতিক সম্পর্ক জোড়দার করনে এবং ব্যবসায়িক সম্পর্ক তৈরীতে কাজ করে।
- Section for Development cooperation: শাখাটি দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে উন্নয়ণে সহযোগী হয়ে বিভিন্ন কর্মপন্থা এবং কৌশল নির্ধারণ করে।
- Visa and Consular Section: শাখাটি ভিসা এবং পাসপোর্ট নিয়ে কাজ করে।
- Cultural Section: জার্মানের সংস্কৃতির সম্পর্ক বাংলাদেশের একটি পররাষ্ট্র নীতি। এই শাখাটি দুদেশের সংস্কৃতির আদান প্রদান কাজ করে থাকে।
- Press Section: এই শাখাটি জার্মানীর নিত্য নৈমিত্তিক বিভিন্ন তথ্য উপাত্ত প্রতিবেদন আকারে প্রকাশ করে থাকে।
ভিসা সংক্রান্ত তথ্য
ভিসার আবেদন সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে সকাল ১১.৩০ টা পর্যন্ত জমা নেওয়া হয়।
ভিসার জন্য যোগাযোগের নম্বর (০০৮৮০)-২-৮৮৫৩৫২১, এক্সটেনশন ১৫৩। ভিসার জন্য টেলিফোন কলের উত্তর দেয়া হয় দুপুর ১.১৫ টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
ভিসার অনুরোধ পাঠাতে এখানে ক্লিক করুন।
সেনজেন ভিসা
এটি স্বল্পমেয়াদী একটি ভিসা। বিশেষ করে ব্যবসা এবং ভ্রমণের জন্য এই ভিসাটি ইস্যু করা হয়ে থাকে। সেনজেন ভিসার জন্য উপরে উল্লেখিত সময়ে এবং নিয়মানুযায়ী অনুরোধ করতে হয়। উপস্থাপিত সকল কাগজপত্র সঠিক থাকলে সাক্ষাতের ৭দিনের মধ্যে এই ভিসাটি ইস্যূ করা হয়। সেনজেন ভিসা সংক্রান্ত লিফলেট এবং আবেনপত্রের লিংকটি নিম্নে প্রদান করা হলো:
- সেনজেন ভিসা পাওয়ার যোগ্যতা এবং পদ্ধতি
- সেনজেন ভিসার আবেদনপত্র
- ২০১১ সাল মতে সেনজেন প্রদেশ স্বীকৃত স্বাস্থ্য বীমা প্রদানকারী সংস্থাসমূহ
- Seaman/Sailor দের জন্য প্রয়োজনীয় তথ্য
- নিয়মিত ভ্রমণকারীদের (Frequent Traveller) জন্য প্রয়োজনীয় তথ্য
ফ্যামিলি এবং স্টুডেন্ট ভিসা
এই ভিসার জন্য বিশেষায়িত কিছু নীতিমালা রয়েছে। নীতিমালা জানতে নিচে বর্ণিত লিংকগুলো দেখুন:
- ফ্যামিলি রিইউনিয়ন এবং স্টুডেন্ট ভিসা প্রাপ্তির যোগ্যতা এবং পদ্ধতি
- স্টুডেন্ট ভিসা প্রাপ্তির যোগ্যতা এবং পদ্ধতি
- ফ্যামিলি রিইউনিয়ন এবং স্টুডেন্ট ভিসা প্রাপ্তির আবেদনপত্র
- Evidence of basic knowledge of the German language for immigration of spouses from abroad [pdf, 98,75k]
- Information regarding certificates of bachelorhood and extracts from the register of birth [pdf, 110,74k]
ট্রানজিট ভিসা
জার্মানের মাধ্যমে ট্রানজিট সুবিধা পেতে ট্রানজিট ভিসা প্রয়োজন। ট্রানজিট ভিসা সংক্রান্ত তথ্যের জন্য নিচে লিংকগুলোতে ক্লিক করুন।
ছবি সংক্রান্ত তথ্য
ভিসা প্রার্থীর ছবি সংক্রান্ত কিছু নীতিমালা রয়েছে। ছবির সাইজ এবং ছবি তোলার নিয়ম সম্পর্কে জানতে নিচে লিংকগুলোতে ক্লিক করুন।
বিবিধ
জার্মানীর ভাষা, সংস্কৃতি ও অন্যান্য বিষয় সর্ম্পকে জানতে এখানে ক্লিক করুন https://dhaka.diplo.de