• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি ও ইউরোপ প্রবাসী!! সকলের জন্য প্রযোজ্যঃ

Byমো: রাসেল

Mar 22, 2014

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ ও ইউরোপ প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। মহান সৃষ্টি কর্তার নাম নিয়ে শুরু করছি।আমরা যারা ইউরোপে পরিবারবর্গ নিয়ে বসবাস করছি অথবা ব্যাচেলার থাকি তাদের সবার কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত। যেহেতু আমরা ইউরোপের মতো প্রতিষ্ঠিত দেশে বসবাস করছি কাজেই ইউরোপিয়ানদের কাছে আমাদের দেশের ভাবমূর্তি ও নিজেদের সম্মান রক্ষার্থে আমাদের নিন্ম বিষয় গুলো মেনে চলা উচিত।

– বাসা বাড়ির শিড়িতে ধুমপান করবেন না। যেখানে সেখানে সিগারেটের অবশিষ্ট অংশ ফেলবেন না।
– প্রতিবেশীকে সম্মান করুন এবং পরিচ্ছন্ন কর্মীর টাকা পরিশােধ করুন।
– ঝাঝালো গন্ধ যুক্ত রান্নার সময় দরজা জানালা বন্ধ রাখুন।
– আবর্জনা নিয়ম মাফিক আলাদা আলাদা করে ফেলুন, এতে খরচ কম হবে। যদি তা না করে সব একসাথে ফেলেন তাতে আপনাকে জরিমানা করা হবে এবং খরচ বেড়ে যাবে ১০ গুন। সুতরাং নিয়ম মাফিক কাঁচ, প্লাষ্টিক, ধাতব্য, কাগজ এবং জৈব আবর্জনা আলাদা আলাদা ফেলুন। ময়লা ফেলার জন্য চাবি ব্যবহার করুন, না করলে আপনাকে মোটা অংকের মুলতা বা জরিমানা করা হবে।
-বাসার আসবাবপত্র বা ভারি জিনিস ফেলে দেয়ার দরকার হলে নির্দিষ্ট নম্বরে ফোন করুন, তারা আপনাকে বিনামূল্যে কিংবা স্বল্প মূল্যে সেবা দিবে।
-সাইকেল বা যে কোন গাড়ি পাকিং এর সময় আপনার জন্য নির্ধারিত জায়গা ব্যবহার করুন।
-কোন অবস্থাতেই সুপার মার্কেট থেকে বাজার করে মার্কেটের ট্রলি বাড়ি পর্যন্ত আনা যাবে না এবং যত্রতত্র তা ফেলে রাখা যাবে না।
– যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় আপনার পাশের কাউকে জিজ্ঞাসা করুন এবং একসাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করুন।

বিঃ দ্রঃ সকল বাংলাদেশীদের কনদোমিনির নিয়ম কানুন মেনে চলার অনুরোধ রইল আমিওপারি টিম ও ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে—————- এবং সবাইকে অনুরোধ করা যাচ্ছে উল্লেক্ষিত বিষয় গুলো নিজে করা ও অন্যকে উৎসাহ দেওয়ার জন্য।

One thought on “ইতালি ও ইউরোপ প্রবাসী!! সকলের জন্য প্রযোজ্যঃ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *