• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কানাডার নাগরিকত্ব লাভকে আরো কঠিন করে দিয়ে প্রচলিত আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে কানাডা সরকার।

Byadilzaman

Feb 1, 2014

কানাডার নাগরিকত্ব লাভকে আরো কঠিন করে দিয়ে প্রচলিত আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে কানাডা সরকার।হাউজ অব কমন্সের চলতি অধিবেশনেই  কানাডীয়ান সিটিজেনশিপ অ্যাক্ট  সংস্কারসহ নতুন কিছু ধারা সংযোজন করে প্রস্তাবিত আইনের খসড়াটি উত্থাপন করা হবে।গত বৃহস্পতিার সিবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশীপ মন্ত্রী ক্রিস আলেক্সান্ডার এই তথ্য জানান।ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশীপ মন্ত্রী ক্রিস আলেক্সান্ডার বলেন, প্রায় এক জেনারেশনের মধ্যে এই প্রথম কানাডার নাগরিকত্ব আইনের বড় ধরনের সংস্কার প্রস্তাবসহ একটি বিল হাউজ অব কমন্সে  ওঠতে যাচ্ছে।

তিনি বলেন, এটা নিশ্চিত যে  নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে । কানাডায় জন্ম নিলেই কেউ কানাডার নাগরিকত্ব পেয়ে যাবেন- এই ধারনা থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে সরকার। তবে  এই মুহুর্তে সরকার সরাসরি এটিতে হাত দিচ্ছে না। তবে তথাকতিথ ’বার্থ ট্যুরিজম’ বা ‘পাসপোর্ট বেবি’ সমস্যার একটি সমাধান করার ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে। মন্ত্রী জানান, তবে কি উপায়ে সরকার এই সমস্যার সমাধান করবে সেটি এখনো ঠিক করেনি।কোন পদ্ধতিতে এই সমস্যার সমাধান করা হবে এখনি তা বলা যাচ্ছে না। প্রভিন্সকে এর সাথে যুক্ত করতে হবে। কেননা  শিশুর জন্ম হয় কানাডার চিকিৎসা ব্যবস্থার আ্ওতায়।কাজেই এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে প্রভিন্সের সহায়তা প্রয়োজন। ইমিগ্রেশন মন্ত্রী বলেন,এই ব্যাপারে চলতি বছরের মধ্যেই পদক্ষেপ নেওয়ার ইচ্ছা রয়েছে।

ইমিগ্রেশন মন্ত্রী ক্রিস আলেক্সান্ডার বলেন, নতুন আইনে বিশেষ পরিস্থিতিতে যে কোনো নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা সরকারকে দেওয়া হচ্ছে। তিনি বলেন, চরম পরিস্থিতিতে দ্বৈত নাগরিকত্বধারী কোনো কানাডীয়ান নাগরিক যদি সীমা লংঘন করে বা সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ত হয়ে পড়ে, তবে সরকার তার নাগরিকত্ব হরন করতে পারবে। মন্ত্রী বলেন, যতো দ্রুত সম্ভব আমরা এই বিধানটি কার্যকর করতে চাচ্ছি।প্রসঙ্গত, বছরখানেক আগে লেবানিজ বংশোদ্ভূত একজন নাগরিক বুলগেরিয়ায় ইসরাইলি পর্যটকদের ওপর বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর এই বিষয়টি আলোচনায় আসে। এবার সেটি আইনে পরিণত হতে যাচ্ছে।

প্রস্তাবিত নতুন আইনে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে বলেও ধারনা দেন ইমিগ্রেশন মন্ত্রী ক্রিস আলেক্সান্ডার। তবে তিনি বলেন, নাগরিকত্ব লাভের যোগ্যতা অর্জনের পর দ্রুততম সময়েই নাগরিকত্বের আবেদন নিস্পন্ন করা হবে।প্রস্তাবিত আইনে নাগরিকত্বের জন্য জমা হওয়া আবেদনপত্রের যে জট হয়েছে তা সমাধানেরও উদ্যোগ থাকছে বলে মন্ত্রী উল্লেখ করেন।গত অক্টোবর ২০১১ থেকে সেপ্টেম্বর ২০১২ পর্যন্ত সময়ে  নিস্পন্ন হ্ওয়া নাগরিকত্ব আবেদনপত্রের ৮০ শতাংশেরই সময় লেগেছে ২ থেকে ৩ বছর। ইমিগ্রেশন মন্ত্রী বলেন,’ যে জট সৃষ্টি হয়েছে তার সমাধান খুঁজে বের করার ক্ষমতা আমরা আমাদের হাতে নিতে চাই।আমরা আসলে আমাদের নিজেদের সাফল্যের ভিকটিম।আমাদের প্রত্যাশার চেয়েও বেশি লোক নাগরিকত্বের জন্য আবেদন করছে।”বর্তমানে নাগরিকত্বের জন্য যোগ্য হয়ে উঠতে একজন স্থায়ী বাসিন্দাকে চার বছরের মধ্যে তিন বছর কানাডায় বসবাস করতে হয়। ইমিগ্রেশন মন্ত্রী বলেন, নাগরিকত্বের যোগ্যতার শর্তাবলীও পরিবর্তন হচ্ছে। এর অর্থ হচ্ছে,যারা কানাডার নাগরিক হচ্ছেন, তারা যেন নাগরিকত্ব কি, কানাডা দেশ হিসেবে কি এগুলো যেন ভালোভাবে বুঝেন সেটি নিশ্চিত করেই কাউকে নাগরিকত্ব দেওয়া হবে।তথাকথিত ’সুবিধাভোগী নাগরিকত্ব’ লাভের সুযোগ কাউকেই দেওয়া হবে না।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *