• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রক্তদান নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর, বিষয় গুলো নিজে জানুন অন্যকে জানান। বাঁচান একটি জীবন!!

ByLesar

Jan 26, 2014

প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আমাদের মধ্যে অনেকেই রয়েছেন রক্তদান করতে চান কিন্তু তাদের মনে অনেক রকমের প্রশ্ন থাকার কারনে এবং সঠিক তথ্য না জানার কারনে তারা রক্তদান থেকে দিনে দিনে পিছিয়ে যাচ্ছেন। এবং এতে করে আমাদের জন্য কিন্তু অনেক অশুভ দিন অপেক্ষা করছে। কেননা আজকে আপনি বা আমি যদি স্বেচ্ছায় রক্তদান না করি তাহলে এক সময় আমাদের নিজেদের প্রয়োজনেও আমরা সময় মতো রক্ত পাবনা? এবং এই রক্তের অভাবে চোখের সামনে আমাদের সবচাইতে পছন্দের মানুষটির একটি খারাপ পরনতি আমরা কেউই আশা করি না। তাই বন্ধুরা আপনাদের সকলের কাছে অনুরোধ সময় থাকতে কখনো রক্তদানে হেলামি করবেন না। আর এ নিয়ে সকল তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। মনে রাখবেন আপনার দানকরা এক ব্যাগ রক্ত ঘুরে ফিরে আপনার নিজের মানুষ টিকেও বাঁচিয়ে দিতে পারে, আপনার অজান্তে।তাহলে এবার আসুন জেনে নেই রক্তদান সম্পর্কে কিছু জরুরী তথ্য।

১. এন্টিবায়োটিক ঔষধ সেবন করলে রক্ত-দান করা যাবে কিনা ?
উত্তরঃ- শেষবার সেবনের কমপক্ষে ১ সপ্তাহ পর করা যাবে।

২. সর্দি-জ্বর অথবা কোন ভাইরাস জনিত রোগে আক্রান্ত অবস্থায় রক্ত-দান করা যাবে কিনা ?
উত্তরঃ- জ্বর-সুস্থ হওয়ার কমপক্ষে ৭ দিন পর দেয়া যাবে।

৩. কোন প্রকার টিকা গ্রহণ করলে কতদিন পরে রক্ত-দান করা যাবে?
উত্তরঃ- ২৮ দিন

৪. যক্ষ্মা হলে পূর্ণমাত্রার ওষুধ সেবনের কতদিন পর রক্ত-দান করা যাবে?
উত্তরঃ- ২ বছর

৫. হেপাটাইটিস এ/হেপাটাইটিস-ই সুস্থ হওয়ার কত মাস পর রক্ত-দান করা যাবে?
উত্তরঃ- ৬ মাস

৬. হেপাটাইটিস বি, সি আক্রান্তরা রক্ত-দান করতে পারবে ?
উত্তরঃ- কখনই রক্ত-দান করতে পারবেনা।

৭. জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া অবস্থায় রক্ত-দান করা যায় কিনা ?
উত্তরঃ- রক্ত-দান করা যাবে।

৮. গর্ভাবস্থায় রক্ত দেয়া যাবে কিনা?
উত্তরঃ- না

৯. মেয়েলি সমস্যা চলাকালিন রক্ত দেয়া যাবে কিনা ?
উত্তরঃ- না

১০. ক্যানসার, হৃদরোগ, বাতজ্বর, সিফিলিস(যৌন রোগ., কুষ্ঠ বা শ্বেতী রোগীরা রক্ত-দান করতে পারবে কিনা ?
উত্তরঃ- কখনও রক্ত-দান করতে পারবে না

১১. কোন অসুস্থতার কারনে একজন মানুষ রক্ত-গ্রহণ করলে, উনি আবার কত দিন পর রক্ত-দান করতে পারবে ?
উত্তরঃ- ১ বছর

১২. হাঁপানি রোগীর ইনহেলার ও নিয়মিত ঔষধ সেবন করলে রক্ত-দান করা যাবে কিনা ?
উত্তরঃ- না

১৩. রক্তদানের কতদিন পর পুনরায় রক্তদান করা যায় ?
উত্তরঃ- পুরুষদের ক্ষেত্রে ৩ মাস অন্তর-অন্তর এবং নারীদের ক্ষেত্রে ৪ মাস অন্তর অন্তর।

১৪. রক্তদান করতে কতক্ষণ সময় লাগে ?
উত্তরঃ- ডোনারের স্যাম্পল নিয়ে বিভিন্ন প্রকার পরীক্ষা করতে সময় লাগে প্রায় ৫০ মিনিট, সব কিছু ঠিক থাকলে ১ ব্যাগ রক্ত দিয়ে সময় লাগবে সর্বোচ্চ- ১০ মিনিট। সব মিলিয়ে ১ ঘন্টাতে রক্তদানের কার্যক্রম শেষ করতে পারবেন।

লেখাটি আপনার পরিচিতদের কাছে শেয়ার করে পৌঁছে দিন। এবং এরকম সকল গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে আমাদের সাথে থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে।

———————————————————————————————————————————————

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *