• u. Dec ৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

মধুর গুনাগুন

Byexperience

Nov 3, 2012

খুবই উপকারী খাদ্যপথ্য ও ওষধ হচ্ছে মধু। জন্মের পর নানা দাদি-নানিরা মুখে মধু দেয়নি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। সেই প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্ন সমস্যায় প্রাকৃতিক উপহার মধুর ব্যবহার করে আসছে।

দেখে নিন মধু আপনার জন্য কি করতে পারেঃ

 *বহু রোগের প্রতিষেধক হিসেবে মধু ব্যবহার করা হয়।

*মধু পরিপাকে সহায়তা করেক্ষুধা বাড়ায়স্মৃতিশক্তি বৃদ্ধি করে।

*মধু সর্দিকাশিজ্বরহাপানিহৃদরোগপুরনো আমাশয় এবং পেটের অসুখ নিরাময়সহ নানাবিধ জটিল রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।

মধু প্রিজারভেটিভ হিসেবেও কাজ করে!

*ক্ষত সারাতে মধু ব্যবহার করা যায়্।

 

*রূপচর্চায় বিভিন্ন ভাবে মধুর ব্যবহার হয়। ব্রণ সারাতেমুখের আদ্রতা বৃদ্ধিতেমসৃণ করতে ইত্যাদি! 

*ডায়াবেটিকের রোগীরাও নির্ভয়ে চিনির বিকল্প হিসেবে মধু খেতে পারে!

*মধু মিষ্টি হলেও এতে রক্তের সুগার বাড়ে না।

*বিশেষজ্ঞরা বলেন,

শিশুদের শারীরিক বিভিন্ন সমস্যায় ওষুধের চেয়ে মধু অনেক বেশি কর্যকর।

 

*শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে মধু আর লেবু সরবত।

*দাঁত ও ত্বকের সাধারণ অসুখ-বিসুখ থেকে শুরু করে হৃৎযন্ত্রপরিপাকতন্ত্রকোলেস্টরনের আধিক্য প্রভৃতিরোগ নিরাময়ে মধু সত্যিই মহৌষধ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *