যাই হোক গতবার বাংলাদেশ বাদ পরার পর অনেকের মন ভেঙ্গে গিয়েছিলো এবং সবাই পরবর্তী Decreto Flussi ঘোষণার দিন গুনছেন।তবে দুঃখের হলেও সত্যি,এই যে এবারে হয়তো ইতালির সরকার সকল দেশের জন্যই এই Decreto Flussi বাদ দিতে পারে। কেননা বিশ্ব মন্দা অনেক গুরুতর ভাবে প্রভাব ফেলেছে ইতালি প্রবাসীদের প্রতি। প্রতিদিন যে হারে বেকার সংখ্যা বাড়ছে তাতে করে প্রবাসী সহ ইতালিয়ানরাও হিমশিম খাচ্ছে জীবন যাপন করতে। এবং এই মন্দা প্রভাব দিনে দিনে ভালো হওয়া তোঁ দুরের কথা, আরো বেরেই চলেছে।কাজেই এই মুহূর্তে নতুন করে কাজের জন্য শ্রমিক আমদানি করাটা বোকামি বলে মনে করছেন ইতালীয় কাজ মন্ত্রণালয়। তারা মনে করেন এটা হবে জেনে শূনে অসহায় প্রবাসীদের নানান যুদ্ধের মুখে সমর্পণ করা।কেননা ভিতরে যারা রয়েছে তারাই নানান কষ্টে জীবন যাপন করছে, এখানে ভিতরের অনেক লোকেরি কাজ না থাকায় ওয়ার্ক পারমিক হারানোর ভয় রয়েছে।
Direzione Immigrazione e Politiche Integrazione del ministero del lavoro থেকে তারা বর্তমানে ইতালির কাজের মার্কেট সম্পর্কে বিস্তারিত এনালাইস করে একটি জরিপ প্রকাশ করেছে। যেখানে স্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ইতালিতে প্রবাসী ও ইতালিয়ান মিলে কি পরিমান বেকার রয়েছে। জরিপটি অফিসিয়াল ভাবে দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তাদের এই জরিপে দেখা যাচ্ছে ২০১৩ পর্যন্ত যেখানে ইতালিয়ান বেকার খাতায় নাম লিখিয়েছেন ৫৫,৪% এবং বিদেশী শ্রমিক নাম লিখিয়েছেন ৫৮,১% এখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ইতালিয়ান দের তুলনায় বিদেশী শ্রমিক দের বেকার খাতায় নাম লেখার হার বেরেই চলেছে। ইতালিতে বর্তমানে লিগেল বিদেশী শ্রমিক রয়েছে ৫ লক্ষ্য ১১ হাজার যার মধ্যে ১ লক্ষ্য ৫৭ হাজার ইউরোপিয়ান ইউনিয়নের প্রবাসী এবং ৩ লক্ষ্য ৫৪ হাজার এশিয়া সহ বিভিন্ন দেশের শ্রমিক।সব কিছু মিলিয়ে এবারের Decreto Flussi দেওয়ার সম্ভবনা ৯০% নেই বললেই চলে। তবে এদেশের সরকারের কোন মতি গতি ঠিক বুঝা যায় না। কাজেই তারা হয়তো সব কিছু জেনে শূনেও দিলে দিতেও পারে। আর যদি দেয় বা দেওয়ার কোন কথা শুনা যায় তাওলে সবার আগে আপনারা এখানে তার খবর জানতে পাড়বেন। কাজেই আমিওপারির সাথে আমাদের পরিবারের একজন হয়ে আমাদের সাথেই থাকুন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]
ভাই আসসালামুয়ালিকুম
আমি বাংলাদেশ থেকে বলছি আমি কি ভাবে ইটালির immigration/others ভিসার জন্যে আবেদন করতে পারব। যদি দয়া করে জানাতেন তাহলে বেশ উপক্রিত হতাম।
ভাল থাকবেন
জুয়েল
ঢাকা, বাংলাদেশ।
+৮৮০১১৯৯৮০০৬৭২