ইতালির রোমে মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবিটি পুরস্কৃত হয়েছে

মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবিটি পুরস্কৃত হয়েছে ইতালির রোমে। ১২ থেকে ২০ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠিত হলো আসিয়াতিকা ফিল্মে দিয়ালে(asiatica film mediale) ২০১৩ উৎসবে বিচারকদের রায়ে টেলিভিশন সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। শুধু তা-ই নয়, দর্শকদের ভোটেও সেরা ছবি হিসেবে বিবেচিত হয়েছে টেলিভিশন।অস্কার বিজয়ী নির্মাতা আসগার ফাহাদির দীর্ঘদিনের সহযোগী এবং অ্যা সেপারেশন ছবির অভিনেতা পেম্যান মোদি পরিচালিত প্রথম ছবি স্নো অন পাইনসও পুরস্কৃত হয় উৎসবে। তাঁর ছবিটি ‘নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা’ (নেটপ্যাক) নির্বাচিত হয়েছে।আসিয়াতিকা ফিল্মে দিয়ালে ২০১৩ উৎসবে জুরিবোর্ডের প্রধান ছিলেন ইতালির বরেণ্য সিনেমাটোগ্রাফার লুসিয়ানো তিভোলি। উৎসবের প্রতিযোগিতা বিভাগে ১২টি ছবি প্রদর্শিত হয়।



[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]
*****লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ!*****
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
Subscribe To Our Newsletter
আপনার পক্ষে কি প্রতিদিন আমাদের সাইটে আসা সম্ভব হয় না? তাহলে আপনি আমাদের ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমাদের নতুন কোনো পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে।