

এই দুই ভাই(ইতালিয়ান) Colf Agency নামক একটি সংস্থা চালাতো যেখানে ওদের সাথে আরো ৫ জন ইতালিয়ান জড়িত ছিল। এরা প্রবাসীদের ইতালির কাগজ করিয়ে দিবে বলে প্রথমে ১ হাজার ইউরো এডভান্স নিতো, পড়ে কাগজের জন্য অ্যাপ্লাই করার রিসিত ধরিয়ে দিয়ে বাকী টাকা নিয়ে নিতো এবং কেউ কখনো তাদের কাছ থেকে কাগজ হাতে পেতো না। তদন্তে জানা যায় ওরা এই ৩ হাজার ইউরো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতো। উল্লেখ্য এই দুই ভাই ছিল এজেন্সির প্রধান। ওরা অবশ্য ২০১২ এঁর অক্টোবরে গ্রেপ্তার হয়েছিলো ব্রাজিলিয়ান এক নাগরিকের সাথে অবৈধ যৌন কাজে লিপ্ত হওয়ার অপরাধে এবং ওরা যথারীতি জেলে ছিল। গত সপ্তায় ওরা জেল থেকে ছাড়া পায়। ওরা জেলে থাকা অবস্থায় ২১ জনের মতো ভুক্তভোগী ওদের নামে মামলা করে রেখেছিল। এবং সেই সুবাদে জেল থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহ পর পুলিশ এ ব্যপারতির জন্য ওদের ধরতে এবং বাসায় তল্লাসি করতে গেলে বাসায় ওদের দেখা মেলা না। সেখানে এক ভাইয়ের ২১ বছরের মেয়েকে পায় এবং ওকে তল্লাসি করলে ওর ঘর থেকে Beretta 92FS 9×21 মডেলের ইতালিয়ান পিস্তল, চাকু সহ সেখানে বিদেশীদের দুইনাম্বার কাজের কাগজ সহ দুইনাম্বার কাজের অনেক রকমের সরঞ্জ্রাম মিলে। দুই ভাইকে গ্রেপ্তার করতে না পারলেও ২১ বছরের যুবতীকে অবৈধ অস্ত্র রাখার অপরাধে পুলিশ ঘটনাস্টলে গ্রেপ্তার করে। এবং দুই ভাই কে পুনরায় গ্রেফতার করার জন্য খুজছে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]