
অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি।তাকে সোমবার ৭ বছরের কারাদণ্ড দিয়েছে মিলানের একটি আদালত।এছাড়া, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে সরকারি কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।তবে ৭৬ বছর বয়সী বেরলুসকোনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।কিন্তু তার বিরুদ্ধে আদালতে কয়েকটি মামলা আছে। ২০১২ সালের অক্টোবরে ট্যাক্স জালিয়াতির জন্য বেরলুসকোনিকে ৪ বছরের সাজা দেয়া হয়।২০১০ সালে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর কারিমা এল-মাহরুগের (১৭) সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য অর্থ দিয়েছিলেন বেরলুসকোনি।এ অভিযোগের ভিত্তিতে ২০১১ সালে বেরলুসকোনির বিরুদ্ধে মামলার বিচারকাজ শুরু হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগও আনা হয়। অভিযোগে বলা হয়, বেরলুসকোনি ক্ষমতায় থাকার সময়ে কারিমাকে অন্য একটি ঘটনায় পুলিশ গ্রেপ্তার করলে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য বেরলুসকোনির এই রায় শুনানির পর থেকে তাকে নিয়ে ইতালিয়ান পত্রিকা সহ বিভিন্ন ব্লগে নানা রমকেম ব্যাঙ্গ করে ছবি ও কার্টুন ছাপানো হচ্ছে।

নিচে আদালতে বেরলুসকোনির রায় শুনানির সম্পূর্ণ ভিডিওটি দেওয়া হোল।
ভিডিওঃ
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]