বিবাহিত বা দাম্পত্য জিবনে স্বামী-স্ত্রীর মদ্ধে ঝগড়া একটি কমন ব্যাপার এবং এটা প্রতিটি দাম্পত্য জীবনেই হয়, হয়ে থাকে এবং ভবিষ্যতেও হয়ে থাকবে। যেমন দুঃখ ছাড়া সুখ এর মর্ম বুঝা যায়না তেমনি ঝগড়া না হলে ভালবাসা গভীর হয়না। তবে এটি যদি আয়ত্তের বাহিরে চলে যায় তাহলে এটি খুব বিপদজনক হয়ে উঠে। তাই কিভাবে এই ঝগড়া দ্রুত মিটিয়ে ফেলা যায় সেই কৌশল নিয়ে কিছু কথা। আর এ নিয়ে আমাদের শিবলী মেহেদী ভাই তার নিজের জীবনে বিগত ৩ বছর ধরে কাজে লাগানো কৌশলটি আপনাদের সাথে শেয়ার করছে। উল্লেখ্যঃ শিবলী মেহেদী ভাই শিশু লালন পালন ও দাম্পত্য নামে দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করেন।
শিবলী ভাইয়ের কিছু কথাঃ ২০১২-র শেষের দিকে এই ক্লিপটি তৈরি করেছিলাম এবং একটু দ্বিধায় ছিলাম শেয়ার দেবো নাকি দেবো না। ফাইনালি শেয়ার দিলাম। হয়তো আরো সংক্ষেপেই কথাগুলি বলা যেতো, কিন্তু কিভাবে যেন প্রায় ১০ মিনিটের ক্লিপ হয়ে গেলো।যদি আপনারা ক্লিপটি আপত্তিকর মনে করেন তবে সরিয়ে নেবো। নিচের ভিডিও ক্লিপটি দেখুন আশা করি আপনাদের সবার কাজে লাগবে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]