২০১২ কে বিদায় জানিয়ে নতুন বছর ২০১৩ কে স্বাগত জানাতে ইতালীর রোমে প্রবাসী বাংলাদেশিরা মিলে নানান স্থানে, নানান রকমের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মেতে উঠে নতুন বছরকে স্বাগতম জানাতে। এই নতুন বছরকে ঘিরে সবার মনে বয়ে যায় এক আনন্দের মেলা। সবার মনেই একটা চাওয়া যাতে করে পুরনো বছরের সমস্যাগুলো থেকে কেটে উঠা যায় এই নতুন বছরে, আর নতুন বছরটিতে পুরনো পাপগুলো পুণরায় না করার চেষ্টা। নতুন বছরকে সংবর্ধনা জানাতে ইতালীর রোমে নান স্থানে আতশবাজী সহ নাচগানের মাধ্যমে পালন করা হয় HAPPY NEW YEAR 2013 বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]