ইউরোপের অন্যতম প্রাচীন ও বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ইতালির ব্লোনিয়া বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া বিভাগের ছাত্র কাজী টিপু। পড়াশুনার পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণ, ডকুমেন্টারি নির্মাণসহ বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করেন। ইতালিভিত্তিক ভিজুয়াল মিডিয়ায় তার বেশ জানাশুনা। সেই সূত্র ধরেই পরিচয় হয় চ্যানেল আই ইউরোপের ইতালি প্রতিনিধি এমদাদুল হক এমদাদের সঙ্গে। এর পর ফ্রান্স প্রবাসী সাংবাদিক এমএ হাশেম, সাংস্কৃতিক সংগঠন কালচার প্লাস ইত্যাদি। শুরু হয় নাটক নির্মাণের পরিকল্পনা। নাটক লিখে ফেলেন এমএ হাশেম। অর্থের যোগান দেয় কালচার প্লাস। প্রধান চরিত্রে অভিনয়ের জন্য হাতের কাছে পেয়ে যান ঢাকার বিখ্যাত নাট্যাভিনেতা ফজলুর রহমান বাবুকে। সুযোগটা একদম হাতছাড়া করতে চাননি কাজী টিপু। নাটকের পরিবর্তে টেলিফিল্ম নির্মাণের পরিকল্পনা করেন। স্ক্রিপ্টে ফের কলম চালাতে হয় হাশেমকে। নিজেদের কাছে থাকা দুটি ক্যামেরা নিয়েই ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। এই হলো টেলিছবি ‘লাভ লক প্যারিস’ নির্মাণের গোড়ার কথা।
লাভ লক প্যারিসের প্রথম প্রদর্শনী উৎসব হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে। এ সময় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও বিশ্ববিখ্যাত মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদারসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর দ্বিতীয় প্রদর্শনী উৎসব হয় ইতালির জলকন্যা ভেনিসে। ভেনিস বাংলা স্কুলের আয়োজনে এবং রেডিও বেজ ভেনিসের উপস্থাপক পলাশ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রদর্শনী উৎসবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সাল চৌধুরী সোয়েব, রোমের সময় পত্রিকার সম্পাদক লুৎফর রহমান, কালচার প্লাসের সভাপতি শরীফ আল মমিন, সাধারণ সম্পাদক টিএম রেজা, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশ, মাইনুল ইসলাম, আমিনুল ইসলাম, আশেক আহমেদ প্রমুখ। ফজলুর রহমান বাবু ছাড়া টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মেহেদী হাসান হিরা, ফেরদৌস নয়ন, তাসলিমা ফেরদৌস রিমা ও আলী জাফর রেজওয়ান জুয়েল। ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে লেখক, পরিচালক ও সাংস্কৃতিক সংগঠন কালচার প্লাসকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রদর্শনী উৎসবের মিডিয়া পার্টনার ছিল, চ্যানেল আই ইউরোপ, সাপ্তাহিক, রেডিও বাঁজে ভেনিস ও রোমের সময়।
আসমা পারভীন ঝুমুর
ভেনিস, ইতালি
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার তথ্য তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজের ভিতর লুকায়িত প্রতিভা, নিজে জানুন এবং অন্যকে জানান ও নিজেকে আবিষ্কার করুণ। ]]