উল্লেক্ষঃ যারা আগেই জানি তাদের জন্য এই পোস্টটি নয় । ১৮ ফেব্রুয়ারী ২০১১ বিকাল ৪ টায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি আনুষ্ঠানিক ভাবে রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নির্মিত কেন্দ্রীয় স্থায়ী শহিদ মিনার উদ্বোধন করেন। ইতালীর বন্দর নগরী বারির পর রাজধানী রোমে স্থায়ী শহিদ মিনার ছিল ইতালী প্রবাসীদের বহুদিনের লালিত স্বপ্ন।অবশেষে এই স্বপ্ন বাস্তবায়িত হয়। বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]