ইতালীর ঐতিহাসিক নগরী নাপলির পালমা কাম্পানিয়ায় এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজনে ইতালীর নাপলিস্ত এলাকার বাংলাদেশী প্রবাসীদের দলে দলে অংশ গ্রহণ করতে দেখা যায়।ওয়াজ মাহফিলের নাপলির পালমা কাম্পানিয়ায় স্থাপিত মসজিদ এর জন্য ফান্ড সংগ্রহ করা হয়। প্রবাসীরা দেশীয় মুদ্রায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা দান করার ঘোষণা করেন মসজিদ নির্মাণের জন্য।বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]