ইতালির বোলজানো থেকে,জাহাঙ্গীর আলম শিকদারঃ ইতালির বোলজানোতে কলপিং হাঊজে বাংলাদেশ এসোসিয়েশন বোলজানোর পক্ষ থেকে সভাপতি জয়নাল আবদীনের সভাপতিত্বে এবং বিশেষ অতিথি পাওলা ও অ্যান্ডির উপস্থিতিতে গত ১৬-১২ -২০১৪ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় দিবস ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের প্রথম পর্বে “সারাহ ত্রেভিজিওলের” “Sarah Trevisiol” উপস্থাপনায়, সভাপতি জয়নাল আবদীনের বক্তৃতার পর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজনের উপস্থিতিতে, মির্জা লতিফূল হক ১৬ই ডিসেম্বর ও বাংলা ভাষার ইতিহাস তুলে ধরেন উপস্থিত সবার মাঝে।
এর পরপরি দ্বিতীয় পর্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেষণ ও বোলজানো বাংলা স্কুলের শিশুদের নাচ গানে দর্শক ও শ্রোতাদের মাতিয়ে তোলে বাংলাদেশী শিশুরা। অনুষ্ঠানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের লোকজন শাড়ী ও লুঙ্গী পড়ে গানের তালে তালে নৃত্য পরিবেষণ করে। আর সেই নাচ পরিবেষণে শিক্ষা দেয় বাংলাদেশী শিশু শিল্পী সাদিয়া।বাংলাদেশ এসোসিয়েশনের আয়োজনে ও “Sarah Trevisiol” “সারাহ ত্রেভিসিওলের” উপস্থাপনায়, অনুষ্ঠানে সবাই ছিল মুগ্ধ।আর এভাবেই প্রবাসের মাটিতেও আমাদের নিজেদের সংস্কৃতি ধরে রাখার মাধ্যমে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে সাথে ইতালিয়ান দের কাছেও বাংলাদেশ কে তুলে ধরার এ ছিল এক অসাধারন পন্থা।