বাংলাদেশী যেসব অভিবাসী ইউরোপের বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন, তাদের মধ্যে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এক নতুন প্রবণতা। এদের অনেকেই এখন দেশ বদল করে ইংল্যান্ডে – বিশেষ করে লন্ডনে চলে আসছেন।ইউরোপের বিভিন্ন দেশেই এখন বেশ বড় সংখ্যায় বাংলাদেশী অভিবাসী বসবাস করছেন। গত দু দশকে ইটালি, জার্মানী, ফ্রান্স, গ্রীস, অস্ট্রিয়া, স্পেন বা পর্তুগালে বেশ বড় বাংলাদেশী কমিউনিটি গড়ে উঠেছে।কিন্তু এখন এদের অনেকেই পাড়ি জমাচ্ছেন ব্রিটেনে। তারা বলছেন, অর্থনৈতিক সংকটের কারণে ইউরোপে চাকরিবাকরির অভাব, সন্তানদের ইংরেজি শেখানোর আকাঙ্খা, আর নিজস্ব সংস্কৃতির মধ্যে তাদের বড় করার ইচ্ছা – এমনি নানা কারণ এই ঠিকানা বদলের পেছনে কাজ করেছে।
অসংখ্য ধন্যবাদ। বাংলা ভাষায় প্রথিবীতে এ ধরণের কোন ওয়েব সাইট নাই। শুধু তাই না, কোন রকম বিনিময় ছাড়া, ফ্রি উপদেশ, নির্দেশ, করণীয় এবং অনেক সাহায্য পাই এ ওয়েব পর্টাল থেকে।
ওয়েব সাইটের গেটআপ আরও উন্নত হলে ভাল হতো।
জি আমরা চেষ্টা করছি। আসলে এই পোর্টাল এর সকলেই প্রবাসে বসবাস করে এবং সবাই নিজ নিজ কাজের ফাকে ফাকে আপনাদের জন্য বিভিন্ন ধরণের সেবামূলক কাজ করে যাচ্ছে। তাই আমাদের অনেক কিছুর ইচ্ছা থাকা সত্ত্বেও করে উঠতে পারি না। তাই এর জন্য আমাদের আরও সময়ের প্রয়োজন। ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।