ইতালির রাজধানী রোমে লায়লা ফ্যাশান এর আয়োজনে প্রবাসী বাংলাদেশী শিশুশিল্পীদের নিয়ে আয়োজিত হয় এক ফ্যাশান শোর। উল্লেখ্য এটি অনুষ্ঠিত হয় ২০০৯ সালে । যেহেতু আমাদের প্রধান কাজ ইতালির সকল তথ্য তুলে ধরা তাই পুরান হলেও আপনাদের অনেকে হয়তো জানেন না? আর তাদের কথা চিন্তা করেই নতুন করে এই ভিডিওটি তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও ধীরে ধীরে তুলে ধরবেন আপনাদের এলাকায় সব রকমের তথ্য এতে করে একসময় আমরা ইতালির যে যেখানেই থাকেন না কেন? এই সাইট এর মাধ্যমে জানতে পারবো সব কিছু এবং একসময় ইতালি থাকবে আমাদের হাতের মুঠোয়।