অনেকের কাছেই ইতালি একটি স্বপ্নের দেশ। আর তাই আমাদের দেশের তরুণ প্রজন্মের অনেকেই নানা ভাবে নানা কৌশলে চেষ্টা করে থাকে কিভাবে ইটালি যাওয়া যায়। তাদের মধ্যে আবার অনেকে রয়েছে জীবনের শেষ সম্বলটি তথা ভিটা-মাটি বিক্রি করে সর্বস্ব হারিয়ে বিভিন্ন দালালের খপ্পরে পড়ে পারি জমায় স্বপ্নের দেশ এই ইতালিতে। আর এই ইতালিতে আসার পর নেমে আসে তাদের জীবনে এক ভয়াবহ দুঃসময়। কেননা বর্তমানে বিশ্বমন্দার প্রভাব ইতালিতে এতো ভয়াবহ ভাবে বিস্তার করেছে যা বলে বুঝানো যাবেনা। উল্লেখ্য বর্তমানে পুরোনো ইতালি প্রবাসীরাই ইতালিতে অনেক কষ্টে জীবন যাপন করছে। তাঁর মধ্যে যারা নতুন আসে তাদের কি হতে পারে তা আর বলার প্রয়োজন পরেনা। প্রায় ৮০% বাঙ্গালীদের মধ্যে যারা নতুন ইটালি আসে তাদের পরতে হয় নানান রকমের সমস্যায়। প্রথমত কাগজ নিয়ে সমস্যা তাঁর উপর এখন রয়েছে কাজের সমস্যা আর এ সব মিলিয়ে বর্তমানে ভালো নেই ইতালি প্রবাসী বাংলাদেশীরা। তাঁরি একটি বাস্তব প্রমান দেওয়া হল নিচের একটি ভিডিওতে।ভিডিওটি ৫ নভেম্বর ২০১৩ সকালের। এখানে দেখতে পাবেন ইতালিতে আসার পর জীবনের তাগিদায় অনেকেই বাধ্য হয়ে বেঁছে নিয়েছে ইতালির বিভিন্ন টুরিস্ট চলাচল কারী এলাকায় জীবনের রিক্স নিয়ে অবৈধ মালামার বিক্রি করা। আর এতেও তারা শান্তি মতো ব্যবসা করতে পারছেনা। প্রায় সময়ি ইতালিয়ান পুলিশ এসে এদের ধাওয়া করে এবং ওদের মাল জব্দ করে নিয়ে যায়। অনেককে আবার থানায় নিয়ে অবৈধ মাল বিক্রি করার অপরাধে বিশাল বড় অঙ্কের জরিমানা সহ হাতের ফিঙ্গারের ছাপ রেখে ইতালি ছাড়ার জন্য কাগজ ধরিয়ে দিয়ে ছেড়ে দেয়। কাজেই যারা এখনো ইতালি আসার পক্ষপাতি তারা দয়া করে আসার আগে একটু ভালো করে ভেবে চিন্তে আসবেন এবং দালাল এর খপ্পরে পরার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনার পরিচিত যারা ইতালি থাকে তাদের পরামর্শ নিয়ে কোন কাজে হাত দিবেন। ধন্যবাদ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]
I personally appreciate to the editor of this news paper ………